Advertisement

Mamata Banerjee: 'এই রায় মানি না', হাইকোর্টের OBC শংসাপত্র বাতিল নিয়ে ক্ষুব্ধ মমতা

বুধবার, ২০১০ সালের পর তৈরি হওয়া সমস্ত OBC সার্টিফিকেট বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। প্রায় ৫ লক্ষ সার্টিফিকেট বাতিল হয়েছে। আর তারপরেই এই রায়ের তীব্র সমালোচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রসঙ্গও তুললেন। মুখ্যমন্ত্রী এদিন সাফ জানিয়ে দেন, OBC সার্টিফিকেট বাতিলের এই রায়কে তিনি মানবেন না। শিক্ষকদের চাকরি বাতিলের রায়ের উদাহরণ দিয়ে তিনি বলেন, 'বদমায়েশ লোকেরা কাজ করায় এজেন্সিকে দিয়ে। কাউকে দিয়ে একটা অর্ডার করিয়েছে। যদিও তার রায় আমি মানি না। যেমন ২৬ হাজার টিচারকে যখন বাতিল করেছিল বিজেপি, আমি বলেছিলাম ওদের রায় আমরা মানি না। তেমনই আজ বলছি, যে রায় দিয়েছেন, যে-ই দিয়ে থাকুন, নাম বলব না, জাজমেন্ট নিয়ে বলা যায়, বিজেপির রায় এটা। আমরা মানবো না, OBC-র রিজার্ভেশন চলছে, চলবে। সাহস কত বড়! কোর্টে কখনও ভাগাভাগি হয় না, দেশে কখনও ভাগাভাগি হয় না। এটা কলঙ্কিত অধ্যায়।'

Advertisement
POST A COMMENT