Advertisement

Bhramori Devi Temple: নির্বাচনী বৈতরণী পার হতে ইতিহাস আর মিথে ভ্রামরী দেবীই ভরসা

জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে প্রত্যেকেই ভোট বৈতরণী পার করার জন্য সবচেয়ে বেশি বিশ্বাস রাখেন যাঁর উপর, তিনি ভ্রামরী দেবী। জলপাইগুড়ি জেলার বোদাগঞ্জে অবস্থিত সতীর একান্ন পিঠের এক পিঠ ভ্রামরী দেবীকে ঘিরে মানুষের বিশ্বাস অগাধ। তাই তো ইতিমধ্যেই তৃণমূল এবং বিজেপি দুই হেভিওয়েট প্রার্থীই মায়ের থানে মাথা ঠেকিয়ে গিয়েছেন। সবারই একটাই প্রার্থনা, এ যাত্রা পার করো মা।

Advertisement
POST A COMMENT