Advertisement

NDA-INDIA Meeting: দুজনেই চলেছেন দিল্লি, একই ফ্লাইটে নীতীশ কুমার এবং তেজস্বী যাদব

রাজধানী দিল্লিতে আজ, বুধবার এনডিএ এবং ইন্ডিয়ার বৈঠক। এবারের লোকসভা নির্বাচনে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পায়নি বিজেপি। এনডিএ জোট সঙ্গে নিয়েও ৩০০ পার করতে পারেনি তারা। অগত্যা বিহারের নীতীশ কুমার ও তেলুগু দেশম পার্টির চন্দ্রবাবু নাইডুর শরণাপন্ন হতে হবে বিজেপিকে। আজ দিল্লি যান জেডিইউ নেতা নীতীশ কুমার। অন্যদিকে ইন্ডিয়া বৈঠকে যোগ দিতে দিল্লির পথে আরজেডি নেতা তেজস্বী যাদব। একই বিমানে দিল্লি যাত্রা করছেন দুই বিরোধী নেতা।

Advertisement
POST A COMMENT