Advertisement

Suvendu Adhikari: 'কেশাগ্র স্পর্শ করলে উদয়ন আর হ্যাপি দুজনের বারোটা বাজাবো', কোচবিহারে হঁশিয়ারি শুভেন্দুর

কোচবিহারে গিয়ে দিনহাটার তৃণমূল বিধায়ক উদয়ন গুহকে আক্রমণ করলেন বিজেপি নেতা ও রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সোমবার দিনহাটায় 'বিজয় সংকল্প' সভায় উপস্থিত ছিলেন শুভেন্দু। সেখানে তিনি বলেন, 'এখানকার উদয়ন গুহ, কোথায় আপনি। আপনার লেকচার আমি শুনেছি। বিরোধী দলনেতাকে এখানে এলে বেঁধে রাখবেন বলেছিলেন। কোথায় যেতে হবে বলুন। আপনি যদি কমল গুহ বাবুর সুপুত্র হয়ে থাকেন, দড়িটা আনুন আমি যাচ্ছি। এইসব কাগুজে বাঘদের সোজা করতে বেশিদিন লাগে না।' তিনি হুঁশিয়ারি দেন। ভোটটা করুন যদি কেশাগ্র স্পর্শ করেন উদয়ন আর হ্যাপি দুজনের বারোটা বাজাবো।

Advertisement
POST A COMMENT