Advertisement

Dilip Ghosh: 'ঝড়-ভূমিকম্প TMC চায়, কামাই হবে', মর্নিং ওয়াকে 'গোল' দিলীপের

উত্তরবঙ্গে ঝড়ে বিধ্বস্ত পরিবারের ত্রাণ নিয়ে তৃণমূলকে নিশানা বিজেপি নেতা দিলীপ ঘোষের। অতিসম্প্রতি একাধিকবার বেলাগাম মন্তব্য করে জোর বিতর্কে জড়িয়েছেন বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রের প্রার্থী। দলের কেন্দ্রীয় নেতৃত্ব থেকে শো-কজও করা হয় তাঁকে। মঙ্গলবার তিনি ফের শাসক দলকে নিশানা করে বলেন, "প্রাকৃতিক দুর্যোগ হলে তৃণমূলের পোয়া বারো। যা মাল আসবে ঝেড়ে ফাঁক করে দেবে।" এদিকে মর্নিং ওয়াকে গিয়ে ফুটবল খেলেন দিলীপ ঘোষ। গোলও দেন।

Advertisement
POST A COMMENT