Advertisement

Abhishek Banerjee: 'ED-CBI কাঁচকলা করবে', বসিরহাটের সভা থেকে ফের এজেন্সিকে আক্রমণ অভিষেকের

সন্দেশখালির ঘটনা নিয়ে ফের একযোগে বিজেপি ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে নিশানা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এদিন বসিরহাটের সভা থেকে তিনি প্রশ্ন তোলেন, "সন্দেশখালির তৃণমূল নেতা শেখ শাহজাহান ঘনিষ্ঠ উত্তম সর্দার এবং শিবু হাজরাকে ১৫ দিন কেটে গেলেও কেন সিবিআই হেফাজতে নিল না অথবা গ্রেফতার করল না ?" পাশাপাশি তিনি এও বলেন, "শেখ শাহজাহানকে গ্রেফতার ইডি অথবা সিবিআই করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ গ্রেফতার করেছে। এতদিন ধরে ইডি-সিবিআই কাঁচকলা করেছে,বাংলার মানুষের কাঁচকলা করবে।"

Advertisement
POST A COMMENT