Advertisement

Adhir Chowdhury: জঙ্গিপুরে মর্তুজা হোসেন, সব কংগ্রেস প্রার্থী নাম ঘোষণা শীঘ্রই, জানালেন অধীর

মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হচ্ছেন মর্তুজা হোসেন। বুধবার নিজেই সে কথা জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেলেও এখনও বাংলায় কোনও আসনে কংগ্রেস প্রার্থী তালিকা প্রকাশ করেনি। কবে বাংলার জন্য কংগ্রেসের প্রার্থী তালিকা প্রকাশ্যে আসবে? অধীর বললেন,'সব প্রার্থীদের বলে দেওয়া হয়েছে। শীঘ্রই তালিকা প্রকাশ করবে এআইসিসি'। বামেদের সঙ্গে আসন সমঝোতা নিয়ে তিনি বলেন,'আমরা আলিপুরদুয়ার চেয়েছিলাম বামেদের কাছে। ওরা দেবে বলেছিল প্রথমে। তার পর শুনলাম আরএসপি বলে কোন পার্টি আছে তাদের দিয়ে দিয়েছে'। সেই সঙ্গে অধীরের দাবি, প্রার্থী তালিকা তৈরি। এআইসিসি ঘোষণা করলেই হবে। যাঁরা যাঁরা প্রার্থী হবেন, তাঁরা জেনে গিয়েছেন। তাঁরা দেওয়াল লিখতেও শুরু করে দিয়েছেন।

Advertisement
POST A COMMENT