Advertisement

Srijan Bhattacharya: দিন থেকে রাত, যাদবপুরে প্রচারে CPIM প্রার্থী সৃজন ভট্টাচার্য

জোরকদমে চলছে লোকসভা নির্বাচনের প্রচার। শনিবার যাদবপুর সুপার মার্কেটের সামনে থেকে প্রচার শুরু করেন যাদবপুর লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী সৃজন ভট্টাচার্য। যাদবপুর নর্থ রোড, বিধানপল্লী, শ্যমাকলোনী, নারকেল বাগান মোড় এবং সংলগ্ন অঞ্চল জুড়ে জনসংযোগ এবং আলাপচারিতা করেন তিনি।

Advertisement
POST A COMMENT