পাহাড়ের রাজনৈতিক ফল কী হবে, তা জানতে হলে বেশিদূর যেতে হয় না। হাওয়া আঁচ করতে শিলিগুড়ি থেকে বেরিয়ে দার্জিলিং মোড় হয়ে মাত্র ১০ কিলোমিটার সুকনায় পা রাখলেই গোটা দার্জিলিং লোকসভা কেন্দ্রের আঁচ পাওয়া যায়। চিরাচরিত এই নিয়মের ব্যতিক্রম হয়নি কখনও। এবারও হল না। তাহলে কি পরিষ্কার হয়ে যাচ্ছে এবারে পাহাড়ে কে জিতবে? না পাহাড়ের রাজনৈতিক ইতিহাসে এবার কী হবে, প্রথমবারের মতো তার কোনও আঁচ দিতে পারল না সুকনা। এলাকাবাসীর কথায় পরিষ্কার, কাকে ভোট দেবেন, সেই প্রশ্নে এই প্রথমবার পাহাড়বাসী দ্বিধা বিভক্ত।