Advertisement

Dev: এয়ারপোর্টে দেবকে দেখেই 'জয় শ্রীরাম' ধ্বনি, নায়ক যা করলেন, দেখুন

রায়গঞ্জ ও বালুরঘাটে প্রচারে এসেই বাগডোগরা বিমানবন্দরে জয় শ্রী রাম স্লোগান শুনতে হল ঘাটালের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দেবকে। বিজেপির সেই কর্মীকে গলা মিলিয়ে সানন্দে স্বাগত জানালেন দেব। এরপর দেব জানান, রাগ অভিমান দিয়ে হয় না কিছু কিছু জিনিস ভালোবাসা দিয়েও হয়ে যায়। উনি বিজেপি কমীর আগে একজন ভারতবাসী। বড় বড় নেতারাই বিভাজন করে রাখে আমি সেটা বিশ্বাস করি না। আগে সবাই আমরা ভারতীয় তারপর কে কোন দল করে সেটা পরের বিষয়।

Advertisement
POST A COMMENT