Advertisement

Mamata on Nisith: ‘আমাদের দলের আপদ, বিজেপির হয়েছে সম্পদ’, কোচবিহারে দাঁড়িয়ে নিশীথকে নিশানা মমতার

উত্তরবঙ্গ থেকে পুরোদস্তুর ভোট প্রচার শুরু করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের নাম না করে বলেন, 'আরও একজন বাবু আছে। আমরা তাড়িয়ে দিয়েছি। আমাদের দলে ছিল আপদ, ও দলে হয়েছে সম্পদ। আমি শুনেছি সেন্ট্রাল পুলিশের টুপিও পরে। আমি ভিডিও চেয়েছি। ৪-৫ গাড়ি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায়। ক'দিন আগে উদয়নকেও অ্যাটাক করেছিল। কিন্তু বাবু, আমি বলব তোমার নামে কত কেস আছে? তুমি নাকি আজ স্বরাষ্ট্র-হোম মিনিস্টার। লজ্জা, দেশের কলঙ্ক। কেন? আর ভাল লোক ছিল না?'

Advertisement
POST A COMMENT