Advertisement

Mamata Banerjee: 'মোদীর মন্ত্রীরা টাকা খায়', বীরভূমের লাভপুর থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ মমতার

বীরভূমের লাভপুরে গিয়ে নির্বাচনী বিজ্ঞাপন নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বিজেপিকে কড়া আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'তৃণমূল নাকি দুর্নীতির আঁতুরঘর, আরে তোরা তো ডাকাত, তোরা কয়লা মাফিয়া, তোদের মন্ত্রীরা কয়লার টাকা খায়। তোরা তো গরুর টাকা খাস। কারণ গরু আমাদের সাবজেক্ট নয়, কয়লা আমাদের সাবজেক্ট নয়। কয়লা দেখে সিআইএসএফ, আর গরু দেখে বিএসএফ, তাহলে কারা টাকা খায়? কেন্দ্রীয় মন্ত্রীরা খায়, মোদীর মন্ত্রীরা খায়। মোদীর পার্টির লিডাররা খায়। তাদের বিরুদ্ধে ভাজপা ওয়াশিং মেশিন কোনও ব্যবস্থা নেয় না।'

Advertisement
POST A COMMENT