Advertisement

Mamata Banerjee at Metiabruz: 'আমাকে-অভিষেককে অ্যারেস্ট করবে বলে...করে তো দেখো', বিজেপিকে আক্রমণ মমতার

বুধবার মেটিয়াবুরুজে সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি বললেন, ‘মোদী সরকারকে বদল করা ভীষণ জরুরি। শুনুন, আমাদেরও অনেক ধমকান অনেক সময়ে। কিন্তু আমাদের হুমকি দিয়ে কিছু করা যাবে না। আমরা লড়তে পারি। আমাকে, অভিষেককে অ্যারেস্ট করবে বলে। তো করো না? কত কারাগার আছে, দেখো অ্যারেস্ট করে।’

Advertisement
POST A COMMENT