Advertisement

Pawan Singh: “আগেই বলেছিলাম পদ দেবে না, আজ ফ্রি ফিল করছি” কী ইঙ্গিত অর্জুন পুত্রের ?

ক্রমশ বিজেপিতেই ফেরার রাস্তা পাকা হচ্ছে তৃণমূল সাংসদ অর্জুন সিংয়ের। তিনি পদ্মশিবিরেই ফিরছেন কিনা তাতে সিলমোহর না দিলেও জল্পনা উড়িয়ে দেননি অর্জুন পুত্র তথা বিজেপি বিধায়ক পবন সিং। পাশাপাশি, তৃণমূলে ফেরার সিদ্ধান্ত যে ভুল ছিল মঙ্গলবার সে মন্তব্যও করেন। বলেন, "বাবা ভুল করেছিলেন।"

Advertisement
POST A COMMENT