Advertisement

Dilip Ghosh: 'আমাকে না পাল্টালে মেদিনীপুরটা জেতা যেত', হতাশার সুর দিলীপের

মেদিনীপুর থেকে দিলীপ ঘোষকে না দাঁড় করিয়ে বর্ধমান-দুর্গাপুর আসন থেকে প্রার্থী করেছিল বিজেপি। এব্যাপারে ক্ষোভ ফুটে উঠল দিলীপ ঘোষের গলায়। তিনি বলেন আমাকে ওখান থেকে না পাল্টালে মেদিনীপুরটা কমপক্ষে জেতা যেত। বিজেপির শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ ফুটে উঠল দিলীপ ঘোষের গলায়। তিনি বলেন, সবই তো ওনাদের হাতে। প্রার্থীকে কোথায় দেবে সে ব্যাপারে নির্ণয় নেওয়া ওদের হাতে। সুতরাং সমাধানের রাস্তাও তাদের বের করতে হবে।

Advertisement
POST A COMMENT