Advertisement

PM Modi: তৃণমূলের কাছে একটা অস্ত্র বেঁচে আছে, 'এটা হতে দেব না', কটাক্ষ মোদীর

মথুরাপুরের সভায় বক্তব্য রাখার সময় শুরুর দিকেই মোদী বলেন, 'এখানে TMC খালি বলে, এটা হতে দেব না।' তৃণমূল সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন, মহিলা হেল্পলাইন, উজ্জ্বলা স্কিম, আয়ুষ্মান ভারতের মতো স্কিমের ক্ষেত্রেও তৃণমূল বলে যে 'এটা হতে দেব না।' এরপর মোদী বলতে থাকেন 'এটা'... এদিকে বিজেপি কর্মী-সমর্থকরা স্লোগান দিতে থাকেন, 'হতে দেব না।'

TAGS:
Advertisement
POST A COMMENT