Advertisement

Lok Sabha Election 2024: 'মোদী যাক গণতন্ত্র থাক', স্লোগানে ভোটের শেষ প্রচারে শহরে পদযাত্রা মমতার

পয়লা জুন লোকসভা নির্বাচনের শেষ দফার ভোট। তার আগে সব রাজনৈতিক দলগুলি তাদের শেষ প্রচারে সেরে নিয়েছে। আজ রাস্তায় নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুর কেন্দ্রে সায়নী ঘোষ আর কলকাতা দক্ষিণে মালা রায়ের সমর্থনে যাদপুরের সুলেখা মোড় থেকে গোপালনগর পর্যন্ত পদযাত্রা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। পদযাত্রার শুরুতেই মোদী যাক দেশ থাক, মোদী যাক গণতন্ত্র থাক স্লোগান দিয়ে শুরু করেন পদযাত্রা। ১২ কিলোমিটার রাস্তা তিনি রোড শো করেন।

Advertisement
POST A COMMENT