Advertisement

Sreerupa Mitra Chaudhury: লাইন দিয়ে চলেছে একের পর এক টোটো, অভিনব প্রচার বিজেপি প্রার্থী শ্রীরূপার

লোকসভা ভোটের আর বেশি দেরি নেই। জোরকদমে চলছে প্রচার। প্রচারে অভিনবত্ব এনেছে একেক দল। অভিনব উপায়ে চলছে জনসংযোগ। মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী টোটো নিয়ে প্রচার সারলেন। একের পর এক টোটো ব্যানারে সেজে লাইন দিয়ে চলছে প্রচারে। মালদার ইংলিশ বাজারে এরকম ছবি দেখা গেল।

Advertisement
POST A COMMENT