Advertisement

Kiranmoy Nanda Exclusive: কীভাবে যোগীর উত্তরপ্রদেশে সপা-র এত ভাল ফল? কিরণময় বললেন...

উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির ঝড়। দলের তরফে দাবি করা হয়েছে, সরকার গড়বে সমাজবাদী পার্টিই এবং এই ফলাফল প্রত্যাশিত ছিল। এই নির্বাচনে মানুষের ভোট পড়েছে বিজেপির বিরুদ্ধে। দলের আশা ইন্ডিয়া জোটই সরকার গড়বে। সপার অভিযোগ, বিজেপি মানুষের জন্য কোনও কাজ করেনি বলেই বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে মানুষ। দলের সহ-সভাপতি ও সাংসদ কিরণময় নন্দ মঙ্গলবার 'বাংলা ডট আজতক ডট ইন'কে ফোনে বললেন, 'ভোটবাক্সে সমাজবাদী ঝড়ই উঠছে। লখনউয়ের তখতে ফের অখিলেশের ফেরা সময়ের অপেক্ষা বলেই মনে হচ্ছে তাঁর।

Exclusive Interview Of SP Leader Kiranmoy Nanda

Advertisement
POST A COMMENT