Advertisement

NDA Meeting: NDA বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছলেন TDP প্রধান চন্দ্রবাবু নাইডু

NDA বৈঠকে যোগ দিতে দিল্লি পৌঁছলেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। বুধবার বিকেল ৪ টে দিল্লিতে NDA বৈঠক। এই বৈঠকে অংশ নেবেন জেডিইউ প্রধান নীতীশ কুমার, টিডিপি প্রধান এন চন্দ্রবাবু নাইডু সহ অন্যান্য নেতারা। এনডিএ জোটের সঙ্গে আলোচনার পর বিজেপির সংসদীয় বোর্ডের বৈঠক হবে। এতে সরকার গঠন ও শপথ গ্রহণের রূপরেখা নিয়ে আলোচনা হবে।

Advertisement
POST A COMMENT