Advertisement

Mamata Banerjee: 'উনি বলেছিলেন এবার ৪০০ পার...পদত্যাগ করা উচিত মোদীর', বললেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি খুশি বিজেপি এককভাবে সংখ্যাগরিষ্ট আসন পাইনি। এরপর মোদীকে আক্রমণ করে তিনি বলেন, তার উচিত পদত্যাগ করা। কারণ উনি বলেছিলেন ৪০০ আসন পার করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি বলেছিলাম ২০০ পার হয় কিনা দেখুন। আমি বলেছিলাম 'পগার পার, এখন তাঁকে পায়ে ধরতে হচ্ছে টিডিপির, পায়ে ধরতে হচ্ছে নীতীশের'।

Advertisement
POST A COMMENT