Advertisement

Lok Sabha Election Results: কৃষ্ণনগরে হাড্ডাহাড্ডি লড়াই, অমৃতা রায়ের থেকে এগিয়ে মহুয়া মৈত্র

কৃষ্ণনগর লোকসভা নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই বিজেপি ও তৃণমূল কংগ্রেসের মধ্যে। বিজেপি প্রার্থী করেছে কৃষ্ণনগর রাজ পরিবারের সদস্য অমৃতা রায়কে। আবারও তৃণমূল প্রার্থী করেছিল বিদায়ী সাংসদ মহুয়া মৈত্রকে। বারেবারে বদলে যাচ্ছে এই কেন্দ্রের ফল। নদিয়া জেলার সাতটি বিধানসভা কেন্দ্র নিয়ে এই লোকসভা কেন্দ্রটি গঠিত। এর অন্তর্গত বিধানসভা কেন্দ্রগুলি হল তেহট্ট, পলাশিপাড়া, কালীগঞ্জ, নাকাশিপাড়া, ছাপড়া, কৃষ্ণনগর উত্তর এবং কৃষ্ণনগর দক্ষিণ। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে কৃষ্ণনগর লোকসভা আসনে তৃণমূল জিতেছিল ৬৩ হাজার ২১৮ ভোটে। এই মুহূর্তে এগিয়ে রয়েছে তৃণমূলের মহুয়া মৈত্র।

Advertisement
POST A COMMENT