Advertisement

Rahul Gandhi: হরিয়ানায় যুবকদের সঙ্গে টেম্পোতে চড়ে প্রচার রাহুল গান্ধীর

একটি ভিন্ন প্রচার কংগ্রেস প্রার্থী রাহুল গান্ধীর। হরিয়ানায় তিনি টেম্পোতে চড়ে প্রচার করলেন। তিনি দাবি করেন, টেম্পো চলে যুবক ও অগ্নিবীরদের জন্য, অন্যদিকে মোদীর টেম্পো কেবল গৌতম আদানির জন্য চলে। টেম্পোতে চড়ে যুবকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। এর আগে হরিয়ানায় একটি রাজনৈতিক সমাবেশে, রাহুল গান্ধী বলেছিলেন যে ইন্ডিয়া ব্লক ক্ষমতায় এলে অগ্নিবীর সামরিক নিয়োগ প্রকল্পটি বাতিল করে ডাস্টবিনে ফেলে দেওয়া হবে।

Advertisement
POST A COMMENT