Advertisement

Mamata On Dilip: ভাতারে নাম না করে দিলীপ ঘোষের ভাষা নিয়ে কটাক্ষ মমতার

লোকসভা নির্বাচনের প্রচারে এদিনও দুটি জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন বীরভূমের হাসানের পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতারেও জনসভা করেন। এই কেন্দ্রে তৃণমূলের হেভিওয়েট প্রার্থী প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ। আর বিজেপির হয়ে এই আসনে প্রতিদ্বন্দ্বিতাা করছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সভার মঞ্চেই নাম না করে দিলীপ ঘোষকে তাঁর ভাষা নিয়ে কটাক্ষ করলেন মমতা। ভাতারে বক্তব্য রাখতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'যে মানুষটা বিজেপির হয়ে এখানে দাঁড়িয়েছেন তাঁর মুখের ভাষা শুনেছেন, তিনি সবসময় বলেন পেটান-মারুন-জ্বালান, আর একজন খালি বোমা মারেন, আরেক রাম বাম করেন। বাংলায় বিজেপির দুটো চোখ বাম ও কংগ্রেস। '

Advertisement
POST A COMMENT