তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বহরমপুরে গিয়ে বলেন,'রান করব। ম্যাচ জেতাব।' সেই সঙ্গে বহিরাগত কটাক্ষের প্রেক্ষিতে তাঁর জবাব,'নরেন্দ্র মোদী গুজরাতের বাসিন্দা হয়ে বারাণসীর প্রার্থী হন। কাজ করার ক্ষমতা ও ইচ্ছা থাকলে সব জায়গায় লড়তে পারি। আমার এটা ঘর। আমি এখানে থাকতে এসেছি'। ইউসুফের মন্তব্যে অধীর বলেন, যে কেউ প্রার্থী হতে পারেন। তা নিয়ে আমার বলার কিছু নেই। ইন্ডিয়া-অস্ট্রেলিয়া ম্যাচ হবে, কে কাকে হারাবে, মাঠের গল্প মাঠেই হয়। ভোটে জিততে লাগে মানুষের সমর্থন। মানুষ স্বাধীন মতামত দিয়ে যাঁকে চাইবে, তাঁকে জেতাবে। মানুষের ভাবাবেগকে খেলার মাঠের সঙ্গে তুলনা করা উচিত নয়। খেলার মাঠে আজ আছে, কাল নেই'!