Advertisement

VIDEO: 'না পোষালে... ' কড়া বার্তা খাড়গের, 'নাছোড় বান্দা' মমতা-বিরোধী অধীরও

'পোষালে থাকুন। নইলে বেরিয়ে যান'। ঠিক এই ভাষাতেই কার্যত অধীর চৌধুরীকে 'সমঝে' দিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে। মমতার সঙ্গে জোট নিয়ে অধীর চৌধুরীর যে তীব্র অনীহা, সেনিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়েই এমনটা বলেন তিনি। যা নিয়ে রাজ্য রাজনীতিতে তোলপাড় শুরু হয়েছে। রাজনৈতিক মহলের মতে, যতই রাজ্যে মমতার বিরোধিতা করুক প্রদেশ কংগ্রেস, হাইকম্যান্ড কিন্তু মমতার পাশে।

Advertisement
POST A COMMENT