Advertisement

Mamata On Suvendu: 'পুরুলিয়ার চাকরি কে বিক্রি করেছিল-যদি আমি নামটা বলি', কার কথা বললেন মমতা?

বীরভূমের পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতারে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভাতারের জনসভা থেকে নাম না করে তিনি শুভেন্দু অধিকারীকে আক্রমণ করলেন। তিনি চাকরি বিক্রি নিয়ে তোপ দাগলেন। তিনি বলেন, পুরুলিয়ার চাকরি কে বিক্রি করেছিল, যদি আমি নামটা বলি। নামটা আমি বলবো না, আপনারা খুঁজে নিন। আমার ইসারাই কাফি। তিনি অভিযোগ করেন, যারা টাকা দিয়েছে তারা ভয়ে মুখ খোলে না। সবচেয়ে বড় কুকর্মটা করেছে যে তার নাম বড় গদ্দার।

Advertisement
POST A COMMENT