Advertisement

Mamata Banerjee On Tapas Roy: 'কেন পালালেন? আমাকেও তো চমকানো-ধমকানো হয়', তাপসকে কটাক্ষ মমতার

সপ্তম দফা নির্বাচন হতে চলেছে আগামী ১ জুন। তার আগে বৃহস্পতিবার উত্তর কলকাতার জনসভায় বক্তব্য রাখেন মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের আগে দল ছেড়ে বিজেপিতে যোগ দেন বরানগরের প্রাক্তন বিধায়ক তাপস রায়। বিজেপিতে যোগ দিতেই উত্তর কলকাতা লোকসভা আসনের প্রার্থী হন তিনি। এদিন নাম না করে দল ছেড়ে যাওয়া তাপস রায়কেই 'গদ্দার' বলে আক্রমণ করেন মমতা। বলেন, "কেন পালালেন? আমাকেও তো চমকানো-ধমকানো হয়, আমি তো ভয় পাইনি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কেও তো জেলে যেতে হয়েছিল, ও তো দল ছেড়ে যায়নি। আমাদের অনেক নেতাকে জেলে রেখেছে। যদি কিছু না থাকত তাহলে পালালেন কেন? তিনবার জিতেছেন মানে এই নয় মানুষ আপনাকে ভোট দিয়েছে, মানুষ দলের লোগো দেখে ভোট দিয়েছে, তৃণমূলকে ভোট দিয়েছে।"

Advertisement
POST A COMMENT