Advertisement

Mamata Banerjee: 'আমার ও অভিষেকের জীবন পর্যন্ত নিতে পারে', শুভেন্দুর বোমা হুঁশিয়ারিতে আশঙ্কা মমতার

শনিবার শুভেন্দু অধিকারী এক ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, আগামী সপ্তাহের শুরুতেই এমন একটা বোমা পড়বে। এ প্রসঙ্গে রবিবার বালুরঘাটের কুমারগঞ্জের এক জনসভায় প্রাণনাশের আশঙ্কা প্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন 'আমার ও অভিষেকের জীবন পর্যন্ত নিতে পারে। এই যে বোমা ফাটানোর কথা বলছে না, আমিও টার্গেট অভিষেকও টার্গেট, এরা আমাদের জীবন পর্যন্ত নিয়ে নিতে পারে, এত ডেঞ্জারাস এরা'। এরপরই তিনি বলেন, 'নিজেদের নিরাপত্তা নিয়ে আমরা কখনও ভাবিনা, আমরা মানুষের নিরাপত্তা নিয়ে ভাবি।'

Advertisement
POST A COMMENT