Advertisement

Mamata Banerjee On CV Ananda Bose: 'যা কীর্তি কেলেঙ্কারি শুনছি...' রাজ্যপালকে যে ভাবে টার্গেট করলেন মমতা, দেখুন

হুগলির সপ্তগ্রামে নির্বাচনী জনসভা থেকে রাজ্যপালকে তীব্র আক্রমণ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের। শনিবার হুগলির তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্য্যায়। সেই সভা থেকে মমতা বলেন,' রাজ্যপাল আপনার পদত্যাগ করা উচিত। আপনি কে যে মহিলাদের অত্যাচার করবেন। পাশাপাশি তিনি আরও বলেন,'রাজভবনে আমি আর যাব না। আমাকে ডাকলেও আর রাজভবনে যাব না। আমাকে ডাকলে রাস্তায় গিয়ে কথা বলব। যা কীর্তি-লেলেঙ্কারি শুনছি তাতে আপনার পাশে বসাটাও পাপ।'

Advertisement
POST A COMMENT