Advertisement

Mamata Banerjee: 'আপনার উচিত ছিল না তাঁকে পদত্যাগ করিয়ে সরিয়ে দেওয়া', রাজ্যপাল ইস্যুতে মোদীকে আক্রমণ মমতার

রবিবার আমডাঙার সাধনপুর উলুডাঙা তুলসিরাম উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে জনসভা করেন মমতা। সেখানেই রাজ্যপালের প্রসঙ্গ টেনে মোদীকে আক্রমণ করেন মমতা। তৃণমূলনেত্রী বলেন, ‘‘প্রধানমন্ত্রীর প্রতিনিধি রাজভবনে লাটুসাহেব। মেয়েরা যেতে পারছে না ভয়ে। আমি সংবিধান সঙ্কটে পড়ে গিয়েছি। কারণ আমার প্রযোজন থাকলেও অন্য জায়গায় কথা বলতে হবে। কিন্তু রাজভবনে ঢুকতে পারছি না। কারণ ভয় পাচ্ছি, এই রাজ্যপালের যে সব কীর্তি-কেলেঙ্কারি বেরিয়েছে, তার জন্য। আজকে কোনও মহিলা যেতে চাইছে না রাজভবনে। কী প্রধানমন্ত্রী, আপনার উচিত ছিল না তাঁকে পদত্যাগ করিয়ে সরিয়ে দেওয়া।’’

Advertisement
POST A COMMENT