Advertisement

Mamata Banerjee: 'এত ঝুটা! ৭-৮ দিন পর আর প্রধানমন্ত্রী বলতে পারবেন না, প্রাক্তন PM হয়ে যাবেন', মোদীকে নিশানা মমতার

লোকসভা নির্বাচনের শেষ দফার আগে মোদী আর কতদিন গদিতে থাকবেন তা নিয়ে টার্গেট মমতার। বললেন, আর ৭-৮ দিন পর তিনি গদি হারাবেন। তারপরই তাঁকে প্রাক্তন প্রধানমন্ত্রী বলতে হবে। এদিন বেহালায় সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "সাইক্লোনে আমাদের কোটি কোটি টাকা নষ্ট হয়ে যায়, এই টাকা তো কেউ দেয় না। শুনে রাখুন, আর ৭-৮ দিন প্রধানমন্ত্রী বলতে পারবেন তারপর এক্স প্রাইম মিনিস্টার বলতে হবে। এত ঝুটা! তিনি বলেন কিনা সাইক্লোন দিল্লিতে বসে মনিটরিং করেছি, এত মিথ্যে কথা বলা শোভা পায়? আর এনডিআরএফ কে ডাকলে টাকা দিতে হয়.... আমি যখন ছিলাম তখন সব রাজ্যগুলির সঙ্গে এনডিআরএফকে যুক্ত করে গেছিলাম।"

Advertisement
POST A COMMENT