Advertisement

PM Modi-Mother Portrait: 'ভারতের মানুষ ৩৬৫ দিন মায়ের পুজো করেন', হুগলিতে মায়ের ছবি দেখে আপ্লুত মোদী

হুগলির চুঁচুড়াতে লকেট চট্টোপাধ্যায়ের সমর্থনে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে তিনি দেখেন জনগণের মধ্যে দুজন তাঁর প্রয়াত মায়ের ছবি এঁকে মোদীকে উপহার দিতে চান। মায়ের ছবি দেখে আপ্লুত হয়ে যান তিনি। তিনি বলেন পশ্চিমী দুনিয়ায় আজ মাদার্স ডে পালন হচ্ছে। ভারতের মানুষ ৩৬৫ দিনই মায়ের পুজো করেন। কালী মায়ের পুজো করেন, ভারতমাতার পুজো করন। তিনি সেই ছবি গ্রহণ করলেন।

Advertisement
POST A COMMENT