Advertisement

Mohammed Salim: সেলিমকে গো-ব্যাক TMC-র, পাল্টা 'মারখাবে' বলে তেড়ে এসে ধাক্কা CPIM প্রার্থীর

সিপিএম এজেন্টকে মারধরের অভিযোগে সকাল থেকেই সরব হয়েছেন মহম্মদ সেলিম। গোপীনাথপুরের ৩৬ নম্বর বুথে ভুয়ো এজেন্টকে বের করে দেন তিনি। এবার সেলিমের বিরুদ্ধেই তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ করা হয়। লোচনপুর গ্রাম পঞ্চায়েতের মোহনপুরের ৩৯ নম্বর বুথে এক তৃণমূল কর্মীকে মারধরের অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। আক্রান্ত তৃণমূল কর্মীর নাম সারিকুল ইসলাম। সেলিমকে গো-ব্যাক স্লোগান দেয় তৃণমূল কর্মীরা।

Advertisement
POST A COMMENT