২০১০ সালের পর ওবিসি তালিকা বাতিলের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এই রায় নিয়ে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিকে ওবিসি তালিকা নিয়ে মুখ খুলেছেন প্রধানমন্ত্রী মোদী। একটি জনসভায় বুধবার তিনি বলেন, আজ কলকাতা হাইকোর্ট ইন্ডিয়া জোটকে একটা বড় থাপ্পর মেরেছে। তিনি বলেন, পশ্চিমবঙ্গ সরকার মুসলিমদের ভোট ব্যাঙ্কের জন্য , যাচাই না করেই মুসলিমদের ওবিসি সার্টিফিকেট দিয়েছে। তুষ্টিকরণের রাজনীতির অভিযোগ তুলে বিরোধীদের একহাত নেন মোদী।