Advertisement

PM Modi Fan: ভক্তের আবেদনে মঞ্চ থেকেই সাড়া দিলেন মোদী, নিলেন উপহার

দুহাত উঁচু করে দাঁড়িয়ে আছেন এক ভক্ত। পরণে তাঁর গেরুয়া পোশাক। হাতে ধরা আছে রুদ্রাক্ষের মালা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উপহার দিতে চান তিনি। দূর থেকে সেই আবেদনই রাখছিলেন ওই ব্যক্তি। মোদী তা দেখতে পান মঞ্চ থেকেই। জিজ্ঞেস করেন আপনি দুহাত তুলে দাঁড়িয়ে থাকবেন না। আমি ক্যামেরাম্যানকে বলছি আমার কাছে ওই মালা চলে আসবে।

Advertisement
POST A COMMENT