Advertisement

PM Narendra Modi: অর্জুন সিংয়ের সমর্থনে ব্যারাকপুরে সভা মোদীর, দিলেন ৫ গ্যারান্টি

ফের নির্বাচনী প্রচারে বাংলায় প্রধানমন্ত্রী মোদী। ব্যারাকপুরে অর্জুন সিংয়ের সমর্থনে তিনি সভা করেন। দিনের প্রথম সভা করেন ব্যারাকপুরে। অর্জুন সভা থেকে ৫ গ্যারান্টি দিলেন নরেন্দ্র মোদী। প্রথমত, যতদিন মোদী আছে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ দেওয়া হবে না। দ্বিতীয়ত, যতদিন মোদী আছে তপশিলি জাতি,-উপজাতি ও অনগ্রসরদের সংরক্ষণ কেউ শেষ করতে পারবে না। তৃতীয়ত, যতদিন মোদী আছে রামনবমী পালিত হবে। ভগবান রামের পুজো করতে কেউ আটকাতে পারবে না। চতুর্থত, মোদী যতদিন থাকবে রাম মন্দির নিয়ে সুপ্রিম কোর্টের যে রায় দিয়েছে তা কেউ বদলাতে পারবে না। পঞ্চমত, সিএএ কেউ রদ করতে পারবে না'। মোদীর সংযোজন,'আপনারা জানেন, মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পুরো হওয়ার গ্যারান্টি'।

Advertisement
POST A COMMENT