Advertisement

Suvendu Adhikari: 'বিজেপি রাজ্যে সরকারে এলে চাকরির পরীক্ষার ফি নেব না', ঘোষণা শুভেন্দুর

লোকসভা নির্বাচনের প্রচারে কাঁথির জনসভা থেকে একগুচ্ছ ঘোষণা করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় এলে বিহারের মতো চাকরির পরীক্ষায় এগজাম ফি নেব না। তিনি আরও বলেন, রতন টাটা বা টাটা কোম্পানিকে হাতে পায়ে ধরে বাংলায় এনে শিল্পের জোয়ার চালু করব। রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কুল গুলি বন্ধ করে দিয়েছে সেগুলি পুনরায় খুলে দেওয়া হবে। এছাড়া তিনি আরও বলেন, অন্নপূর্ণা যোজনায় ৩০০০ টাকা দেব এবং রান্নার গ্যাস ৪৫০ টাকা করে দেব।

Advertisement
POST A COMMENT