Advertisement

Suvendu Adhikari: 'বাজার খুব খারাপ...', উত্তরবঙ্গে তিন আসনের ভোটের ফল নিয়ে ভবিষ্যতবাণী শুভেন্দুর

প্রথম দফার লোকসভা ভোট হয়ে গেছে ১৯ এপ্রিল। উত্তরবঙ্গে তিন আসন কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভোট হয়েছে। আর এই তিন আসনে বিজেপি কত ভোটে জিতবে তা মহিষাদলে অভিজিৎ গাঙ্গুলিকে পাশে বসিয়ে বললেন শুভেন্দু অধিকরী। তিনি বলেন, কোচবিহরে নিশিথ প্রামাণিক ১ লাখ আট হাজার ভোটে জিতবে এবং মনোজ টিগ্গা চার লাখের বেশি ভোটে জিতবে। এরপরই জনসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় কত লোক হয়েছে সে নিয়ে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, বাজার খুব খারাপ।

Advertisement
POST A COMMENT