scorecardresearch
 
Advertisement

Tapas Roy: তৃণমূল ও বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায়, এরপর কোথায়?

Tapas Roy: তৃণমূল ও বিধায়ক পদ থেকে ইস্তফা দিলেন তাপস রায়, এরপর কোথায়?

সোমবার বিধানসভায় বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে দল থেকেও নিজের পদত্যাগের কথা জানিয়ে দিলেন তাপস রায়। দলের সব দায়িত্ব থেকেই তিনি ১ মার্চ পদত্যাগ করেছেন বলে সাংবাদিকদের জানালেন তাপস। সেইসঙ্গে নিজের রাজনৈতিক ভবিষ্যত নিয়েও মুখ খুললেন। বিধানসভা থেকে বিধায়ক পদে ইস্তফা দিয়ে বেরিয়ে তাপস রায় বললেন, "আমি ইস্তফা দিলাম কারণ ইদানিংকালে আমার মনে হচ্ছিল না দলে আমার দরকার আছে। দুর্নীতি, সন্দেশখালির ঘটনা আমায় নাড়া দিয়েছে। ১২ জানুয়ারি আমার বাড়িতে দলের একজন ইডিকে পাঠায়। আমার দলের তরফ থেকে কেউ আাময় সহানুভূতি জানায়নি। ৫২ দিন ধরে আমায়, আমার মেয়ে ও স্ত্রীকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা সহানুভূতি জানাননি। কিছু মানুষের কৃতকর্মের জন্য এই অবস্থা দলের। তাই আমার মনে হয়েছে আমার এই দলে থাকা উচিত নয়। তবে আমি কোন দলে যাবো তা নিয়ে কিছু বলবো না। আমি এখন ফ্রি বার্ড।"

Advertisement