Advertisement

Madan Mitra: ‘একটা ডাইরি ও টেলিফোনের জন্য ছেড়ে তুই চলে গেলি’, তাপস নিয়ে যা বললেন মদন

কলকাতায় ভোটের আগে একেবারে স্বমেজাজে দেখা গেল মদন মিত্রকে। এত দিন নির্বাচনী প্রচারে কামারহাটির তৃণমূল বিধায়ককে সেভাবে দেখা যায়নি। তবে প্রচারের শেষ লগ্নে সেই চেনা মেজাজে পাওয়া গেল তৃণমূল নেতাকে। তাঁর গলায় শোনা গেল দাওয়াই-এর কথা। তাপস রায় প্রসঙ্গে তিনি বলেন, 'একটা ডাইরি ও টেলিফোনের জন্য তুই চলে গেলি। তিনি আরও কী বললেন শুনুন'।

Advertisement
POST A COMMENT