Advertisement

Mithun Chakraborty: 'ছোট ইঁদুর খুঁজে বেড়াই', সুকান্তর প্রচারে কেন সংলাপ-বদল মিঠুনের?

শনিবার বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারের হয়ে প্রচারে আসেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আর মিঠুন চক্রবর্তীর সভা মানেই ভাষণ শেষে ফিল্মি সংলাপ। তবে এবার সাবধানী মিঠুন। তিনি বললেন, “এবারে আমাকে সংলাপ বলতে হবে। তবে আগের মতো সংলাপ বলতে পারব না। ওই সাপের সংলাপটা বলেছিলাম, সেটা নাকি হিংসা ছড়াচ্ছে বলে মামলা করে দিয়েছিল। ওটা ফিল্মের সংলাপ ছিল। তবুও সংলাপ বলব, তবে ঘুরিয়ে।” এরপরই মিঠুন বলেন, “আমি বেলেবোড়াও নই, জলঢোঁড়াও নই, এমন এক সাপ যে ছোট ছোট ইঁদুর খুঁজে বেড়াই।”

Advertisement
POST A COMMENT