Advertisement

West Bengal Election Result 2024: তরুণরাও ফেল, দু'টি ছাড়া সব আসনেই জামানত খোয়াল সিপিএম

শূন্যের গেরো কাটাতে পারল না বামেরা। ২০১৯ সালের পর ২০২১, এবার ২০২৪ সালেও একই হাল বাম শিবিরের। শুধু যে হতাশাজনক ফল, তাই নয়! সিপিএমের দু'জন প্রার্থী ছাড়া বাকি সব আসনে জামানত জব্দ হয়েছে প্রার্থীদের। রাজ্যে ২৩টি আসনে প্রার্থী দিয়েছিল সিপিএম। এর মধ্যে দু'টি আসনেই জামানত বাঁচাতে পেরেছে তারা।

Advertisement
POST A COMMENT