Advertisement

বহরমপুরে অধীরের বিরুদ্ধে কেন ইউসুফ পাঠানকেই প্রার্থী করল TMC? কীভাবে যোগাযোগ? বিশ্লেষণে জয়ন্ত ঘোষাল

বহরমপুরে অধীর চৌধুরীর বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইউসুফ পাঠান। এটাই বোধ হয় এবারে তৃণমূল কংগ্রেসের প্রার্থীতালিকায় সবচেয়ে বড় চমক। ইউসুফ পাঠান গুজরাতের মানুষ। দেশে পরিচিত মুখ। আসলে ইউসুফ পাঠান এমন একজন প্রার্থী, তা হল কাঁটা দিয়ে কাঁটা তোলার কৌশল। মুম্বইয়ের কোনও একজন কমন ফ্রেন্ডের মাধ্যমে ইউসুফের সঙ্গে মমতার যোগাযোগ হয়। ইউসুফকে কিন্তু নন-সিরিয়াস প্রার্থী বলা যাবে না। বিশ্লেষণে বিশিষ্ট সাংবাদিক জয়ন্ত ঘোষাল।

Advertisement
POST A COMMENT