কংগ্রেস এবং গান্ধী পরিবারের জন্য কেন গুরুত্বপূর্ণ এই দফার ভোট?

লোকসভা নির্বাচনে মোদীর কাছে পরাজিত হওয়ার পরই দলের প্রেসিডেন্ট পদে দায়িত্ব ছাড়েন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।  আর এরপর থেকেই কংগ্রেস সভাপতি পদ এখনও সরকারিভাবে 'ফাঁকা'। অন্তর্বর্তীকালীন সভাপতি পদে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। এই পরিস্থিতিতে মঙ্গলবার কেরালা ও তামিলনাড়ুর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কংগ্রেসের জন্য।

Advertisement
কংগ্রেস এবং গান্ধী পরিবারের জন্য কেন গুরুত্বপূর্ণ এই দফার ভোট?আজকে দক্ষিণের দুই রাজ্যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
হাইলাইটস
  • কংগ্রেস সভাপতি পদ এখনও সরকারিভাবে 'ফাঁকা
  • অন্তর্বর্তীকালীন সভাপতি পদে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী
  • এই পরিস্থিতিতে মঙ্গলবার কেরালা ও তামিলনাড়ুর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কংগ্রেসের জন্য

 ২০১৯ সালের লোকসভা নির্বাচনের পর থেকে কংগ্রেসের অন্দরে ফাটল শুরু হয়েছে নেতৃত্ব নিয়ে। পর পর দু'বার বিজেপি শিবিরের কাছে পরাজয়ের জেরে প্রশ্ন ওঠে হাত শিবিরের নেতৃত্ব নিয়ে। লোকসভা নির্বাচনে মোদীর কাছে পরাজিত হওয়ার পরই দলের প্রেসিডেন্ট পদে দায়িত্ব ছাড়েন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। 

আর এরপর থেকেই কংগ্রেস সভাপতি পদ এখনও সরকারিভাবে 'ফাঁকা'। অন্তর্বর্তীকালীন সভাপতি পদে দায়িত্ব সামলাচ্ছেন সোনিয়া গান্ধী। এই পরিস্থিতিতে মঙ্গলবার কেরালা ও তামিলনাড়ুর নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে কংগ্রেসের জন্য। এর আগে মধ্যপ্রদেশে কমল নাথের সরকার গড়লেও সংখ্যাগরিষ্ঠতা হারিয়ে ক্ষমতা হারায় কংগ্রেস। দিল্লির বিধানসভা ফলাফলেও অস্বস্তি বেড়েছিল সোনিয়া শিবিরে। রাজস্থানেও অশোক গেহলট-সচিন পাইলট সমস্যা জারি ছিল। এই প্রেক্ষিতে আজকে দক্ষিণের দুই রাজ্যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সম্প্রতি বিহার নির্বাচনে কংগ্রেসের শুরু ভাল হলেও শেষ হল না। বিহার নির্বাচনের আগেই পাঁচ প্রাক্তন মুখ্যমন্ত্রী, একাধিক কংগ্রেস কার্যকরী কমিটির সদস্য, বর্তমান সাংসদ ও প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীদের একাংশ সহ মোট ২৩ জন শীর্ষ কংগ্রেস নেতা সোনিয়া গান্ধীর কাছে যে চিঠি পাঠান। যা নিয়ে শোরগোল উঠেছিল রাজ্য রাজনীতিতে। বিজেপির উত্থান এবং দেশের যুব সমাজের মোদীপ্রীতি ভাবিয়ে তুলছে কংগ্রেস নেতাদের। কেন কংগ্রেস দলের প্রতি দেশের যুবসমাজের আস্থা ফিরছে না সেই প্রশ্নের উল্লেখও ছিল চিঠিতে।

এরই মধ্যে সভাপতি পদে দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে উঠে আসছে প্রিয়াঙ্কা গান্ধীর নাম। উত্তরপ্রদেশে যোগীরাজ্যে কংগ্রেস নেত্রী তাঁর লড়াকু মনোভাব দেখিয়েছেন বারংবার। কিন্তু কংগ্রেস শিবিরকে একজোট করতে তা যথেষ্ট হচ্ছে না। বর্তমানে রাহুল প্রিয়াঙ্কা কেউ নয়, বরং সোনিয়াকেই দল টানার দায়িত্ব নিতে হচ্ছে। পাঁচ রাজ্যের মধ্যে কেরালা এবং তামিলনাড়ু এখন কংগ্রেসের নজরে। 

এবারের নির্বাচপনে আসামের দায়িত্ব নিয়েছেন প্রিয়াঙ্কা গান্ধী। তৃতীয় এবং শেষ দফার ভোটের আগে একাধিক প্রচার সেরেছেন ইন্দিরা পৌত্রী। আসাম বর্তমানে বিজেপি গড়। যদিও এনআরসি বিরোধিতা নিয়ে এবার সেখানে নজর কেড়েছে কংগ্রেসও। অন্যদিকে, রাহুল গান্ধী দায়িত্ব নিয়েছেন কেরালার। সেখান থেকে জিতেছেন সোনিয়া-পুত্র। তাই কেরালা বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে রাহুলেই আস্থা রাখছে কংগ্রেস। কিন্তু শেষ হাসি কি হাসতে পারবে কংগ্রেস? উত্তরের অপেক্ষাতেই হাত শিবির।

Advertisement

POST A COMMENT
Advertisement