আসন্ন বিধানসভা উপনির্বাচনের দিন বদল করল জাতীয় নির্বাচন কমিশন। ১৩ নভেম্বর এই উপনির্বাচনের দিন ঘোষণা করেছিল নির্বাচন কমিশন। সেই মতো ভোটের প্রস্তুতিও প্রায় শেষ পর্যায়ে। এই পরিস্থিতিতে বেশ কয়েকটি রাজনৈতিক দলের অনুরোধেই ভোটের দিনক্ষণ বদলের সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। ইতিমধ্যেই নিজ নিজ এলাকায় ভোটের প্রচারও শুরু করে দিয়েছেন প্রার্থীরা। জানা গিয়েছে দেশের ১৪ বিধানসভা আসনের উপনির্বাচনের দিন বদলে দিয়েছে কমিশন। জানা গিয়েছে ১৩ নভেম্বরের পরিবর্তে এই ১৪ আসনে ভোটগ্রহণ করা হবে ২০ নভেম্বর। যদিও ভোটগণনার দিন একই রাখা হয়েছে।
ECI has changed the date of the upcoming assembly by-election