scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS: মুখে নেই মাস্কের বালাই, প্রচারে 'বিন্দাস' দিলীপ

Dilip Ghosh
  • 1/8

রাজ্যের করোনা পরিস্থিতি ক্রমেই খারাপ হচ্ছে। বুধবার দৈনিক সংক্রমণ ছিল ১১ হাজার ছুঁইছুঁই। এই পরিস্থিতিতে ভোট প্রচারের সময় কমিয়ে দিয়েছে কমিশন। একাধিক রাজনৈতিক দল সভা বাতিল করেছে। তবে এসবের ধার ধারলেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।
 

Dilip Ghosh
  • 2/8

সপ্তম দফায় ভোট রয়েছে মালদার চাঁচলে। বৃহস্পতিবার দলীয় প্রার্থী  দীপঙ্কর রামের সমর্থনে নির্বাচনী প্রচারে বের হন দিলীপ ঘোষ।
 

Dilip Ghosh
  • 3/8

গোটা প্রচার পর্বে কোথাও তাঁর মুখে মাস্ক দেখা যায়নি।

Advertisement
Dilip Ghosh
  • 4/8


দিলীপ বাবু মাস্ক ছাড়াই হুড খোলা গাড়িতে চেপে প্রার্থীকে সঙ্গে নিয়ে রোড-শো করেন।প্রার্থী অবশ‍্য দীপঙ্কর রাম অবশ্য মাস্ক পরেছিলেন।

Dilip Ghosh
  • 5/8

হুডখোলা গাড়িতে দিলীপ ঘোষের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীদের মুখেও মাস্ক দেখা গেছে।
 

Dilip Ghosh
  • 6/8

করোনা বেড়ে চলায় রাজ্যে আর বড় সভা হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। সেই সঙ্গে 'আমার বুথ করোনামুক্ত' কর্মসূচিও নেওয়া হয়েছে। দলের তরফে ৬ কোটি মাস্ক ও স্যানিটাইজার বিলি করা হচ্ছে। সেই মত এদিন দলীয় কর্মীদের মাস্ক বিলি করেন চাঁচলের বিজেপি প্রার্থী। তবে দলের রাজ্য সভাপতিকে এভাবে মাস্ক ছাড়া ঘুরতে দেখা যাওয়ায় প্রশ্ন তুলছেন বিরোধীরা।

Dilip Ghosh
  • 7/8

এদিন দিলীপ ঘোষের ভোটপ্রচারে করোনা বিধি উধাও ছিল। দূরত্ব বিধি না মেনেই ভিড় দেখা যায়।  
 

Advertisement
Dilip Ghosh
  • 8/8


৮১ নং জাতীয় সড়ক ধরে পুস্পরোড,দুর্গাবাড়ি, সুকান্ত মোড়, চাঁচলের নেতাজি মোড় হয়ে তরলতলা পর্যন্ত ব়্যাল করেন দিলীপ। 

Advertisement