প্রার্থী ছাড়াই নির্বাচনী প্রচারে নেমে পড়লো বিজেপি। ২০২১-এর বিধানসভা নির্বাচনে পূর্ব বর্ধমান জেলার ১৬টি কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। সংযুক্ত মোর্চার সিপিআইএম প্রার্থীর নামও ঘোষণা হয়েছে গিয়েছে। কিন্তু বিজেপি এখনও প্রার্থী ঘোষণা করেনি এই জেলায়। (সুজাতা মেহরার রিপোর্ট)
যদিও বিজেপি স্থানীয় নেতা কর্মীরা অবশ্য পূর্ব বর্ধমান জেলার আসনগুলিতে কোনো তারকা নয়, ভূমিপুত্র, শিক্ষিত এবং রাজনীতির বোধ সম্পন্ন প্রার্থী চাইছেন। যাঁর জন্য তারা মন প্রাণ দিয়ে লড়াই করতে পারবেন। কিন্তু একইসঙ্গে তাঁদের বক্তব্য, কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তই যেহেতু চূড়ান্ত, তাই যে প্রার্থীই দিক, স্থানীয় নেতা কর্মীরা তাঁর সমর্থনে লড়বেন।
ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের (TMC) বর্ধমান দক্ষিণের প্রার্থী পুরোদমে প্রচার শুরু করে দিয়েছেন। সিপিআইএম (CPIM) বুধবার সন্ধ্যায় প্রার্থী ঘোষণা করেছে । বৃহস্পতিবার থেকেই প্রচার শুরু করেছে তারাও। তবে বিজেপির (BJP) প্রার্থী ঘোষণা না হলেও দলের সমর্থনে নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়লেন নেতা কর্মীরা। বর্ধমান দক্ষিণ বিধানসভা কেন্দ্রে শাঁখারীপুকুর থেকে বিবেকানন্দ কলেজ রোড পর্যন্ত বিভিন্ন এলাকায় বাড়ি বাড়ি ও চায়ের দোকানে মানুষদের কাছে 'পরামর্শ কার্ড' ও 'ড্রপ বক্স' নিয়ে হাজির তাঁরা।
পূর্ব বর্ধমান জেলা বিজেপির সাংগঠনিক সম্পাদক শ্যামল কুমার রায়ের নেতৃত্বে প্রার্থী ছাড়াই দলীয় প্রতীকের সমর্থনে চলছে প্রচার। মানুষের কাছে তাঁদের আবেদন কংগ্রেস সিপিএম তৃণমূলকে দেখেছেন, এবার 'সোনার বাংলা' গড়তে একবার বিজেপিকে সুযোগ দিন। চিহ্ন পদ্মফুল। এলাকার মানুষের সমস্যা জানার চেষ্টা করছেন তাঁরা।
শ্যামল রায় জানান, "প্রার্থী ঘোষণা হয়নি, কিন্তু বসে না থেকে প্রতীকের সমর্থনেই প্রচার শুরু করে দিলাম। কারণ আমাদের দলে একটাই পোস্ট, আর বাকি সব ল্যাম্প পোস্ট নয়। সর্ব ভারতীয় রাজনৈতিক দল। তাই প্রার্থী যেই হোন আমাদের কাছে মূলমন্ত্র চিহ্ন। তাই প্রতীক আর কার্যকর্তা এই দুইকে সামনে রেখেই প্রচার । আমরা চিন্তিত বর্ধমান দক্ষিণ বিধানসভায় তৃণমূলের মাফিয়া প্রার্থীকে কীভাবে হারানো যায়, আর তার জন্যই আমাদের প্রচার।"