Advertisement
নির্বাচন

PHOTOS : 'খেলা হবে' থেকে 'জয়শ্রী রাম'! ভোটযুদ্ধে দেদার বিক্রি হচ্ছে রাজনীতির সন্দেশ

  • 1/8

ভোটবাজারের জমজমাট প্রচার। মাঠ ময়দান থেকে সোশ্যাল মিডিয়া! সব জায়গাতেই একে অপরকে টেক্কা দিচ্ছে। এবার মিষ্টিতেও দেখা গেল রাজনীতির ছোয়া। বিজেপি, তৃণমূল, কংগ্রেসের প্রতীকী বিক্রি হচ্ছে সন্দেশ। কলকাতার বিখ্যাত দোকান বলরাম মল্লিক ও রাধারাম মল্লিকে বিক্রি হচ্ছে এমন ভোটের মিষ্টি। খেলা হবে থেকে শুরু করে টুম্পা সোন। সব কিছুই রয়েছে সেখানে

  • 2/8

এবারের ভোটে খেলা হবে স্লোগানটি বেশ প্রচলিত। শাসক-বিরোধী সবার মুখেই শোনা যাচ্ছে খেলা হবে স্লোগান। সেই খেলা হবে মিষ্টি এবার জমজমাট।

  • 3/8

জয় শ্রী রাম সন্দেশও নজর কেড়েছে সকলের। ভোট বাজারে বেশ বিক্রি বেড়েছে এই সন্দেশের

Advertisement
  • 4/8

বিভিন্ন রাজানৈতিক দলের প্রতীকে তৈরি করা হয়েছে সন্দেশ।

  • 5/8

তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস মূলত এই ৪ দলের বেশি সন্দেশ দেখতে পাওয়া যাচ্ছে

  • 6/8


শুধু রাজনৈতিক দলের প্রতীক নয়। সন্দেশে রয়েছে মোদী ও মমতার মুখও।

  • 7/8

আসন্ন নির্বাচনের মুখে এই সন্দেহশুলির জনপ্রিয়তা বাড়ছে।

Advertisement
  • 8/8

ভোট পর্ব পর্যন্ত এমন সন্দেশ বিক্রি চলতে থাকবে। Pics by Suryagni Roy. 

Advertisement