scorecardresearch
 
Advertisement
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন

PHOTOS:দক্ষিণেশ্বরে মদন, সকাল সকাল ভোট দিলেন অশোক-গৌতম

5th phase election
  • 1/10

পঞ্চম দফায় শনিবার সকাল ৭টা বাজতেই শুরু হয়ে গিয়েছে ৬টি জেলার ৪৫ আসনের ভোটগ্রহণ। 
 

5th phase election
  • 2/10


এই দফায় ভোট হচ্ছে  কালিম্পঙের ১, দার্জিলিঙের ৫ এবং জলপাইগুড়ির ৭ বিধানসভা আসনের সবগুলিতেই। এ ছাড়া উত্তর ২৪ পরগনায় ৩৩টির মধ্যে ১৬, নদিয়ায় ১৭টির মধ্যে ৮ এবং পূর্ব বর্ধমানের ১৬টির মধ্যে ৮ আসনে ভোটগ্রহণ চলছে।
 

5th phase election
  • 3/10

সকাল থেকেই পাহাড়ের ভোটকেন্দ্রগুলিতে চোখে পড়েছে ভোটেরদের উৎসাহ। রাজ্যে বাড়ছে দৈনিক সংক্রমণ। এই আবহে করোনা বিধি মেনেই চলছে ভোটগ্রহণ।
 

Advertisement
5th phase election
  • 4/10

এবারের ভোটে অন্যতম নজরে শিলিগুড়ি। বামেদের হয়ে এই কেন্দ্র থেকে লড়ছেন বিদায়ী বিধায়ক তথা শহরের মেয়র অশোক ভট্টাচার্য। সকাল সকাল নিজের ভোট দিলেন অশোক ভট্টাচার্য।
 

5th phase election
  • 5/10

সকাল সকাল ভোট দিলেন রাজ্যের মন্ত্রী তথা ডাবগ্রাম ফুলবাড়ির প্রার্থী গৌতম দেবও। 
 

5th phase election
  • 6/10

নদিয়ার রানাঘাট উত্তর পশ্চিম বিধানসভার ১৪  নম্বর বুথে বড় জিয়াকুর প্রাথমিক বিদ্যালয় ভোট দিলেন শান্তিপুরের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকার।

5th phase election
  • 7/10

বরানগরে জোট প্রার্থী জাতীয় কংগ্রেসের অমল কুমার মুখোপাধ্যায় আড়িয়াদহ রামকৃষ্ণ লাইব্রেরীতে ভোট দলেন।

Advertisement
5th phase election
  • 8/10

এবারের ভোটে অন্যতম নজরে কামারহাটি কেন্দ্র। তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন মদন মিত্র।
 

5th phase election
  • 9/10

সকাল সকাল দক্ষিণেশ্বর মন্দিরে পুজো দিলেন মদন মিত্র।
 

5th phase election
  • 10/10

২০১১ সালে কামারহাটি থেকে বিধায়ক হয়েছিলেন মদন মিত্র। কিন্তু ২০১৬ সালে জেলে থাকা অবস্থায় এই কেন্দ্র থেকে হেরে যান তিনি। এবার জিতবেন বলেই আত্মবিশ্বাসী তৃণমূলের হেভিওয়েট নেতা।

Advertisement